দরূদে ইবরাহিম শিখুন। দরূদে ইবরাহিম বাংলা অর্থ সহ
দরুদে ইবরাহিম যেহেতু নামাযে প্রয়োজন তাই সকল মুসলমানের উচিত এই দরূদে ইবরাহিম মুখাস্ত করে নেয়া। তাই আজ দরূদে ইব্রাহিম বাংলা বাংলা অর্থ এবং আরবীও দেয়া হয়েছে।দরূদ শরিফ শিখে নিন।
দরূদে ইবরাহিম আরবী উচ্চারণঃ
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
দরূদে ইবরাহিম বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আরো পড়ুনঃ •আওয়াবিনের নামায কাকে বলে,কখন পড়তে হয় এবং ফযিলত বরকত।
দরূদে ইবরাহিম বাংলা অর্থঃ
হে আল্লাহ্! দরূদ প্রেরণ করো আমাদের সরদার মুহাম্মদ (صلى الله عليه و سلم) এর উপর এবং তার বংশধরগণের উপর, যেভাবে তুমি দরূদ প্রেরণ করেছো হযরত ইবরাহিম (عليه السلام) এর উপর এবং তাঁর বংশধরগণের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।
হে আল্লাহ্! বরকত অবতীর্ণ করো। আমাদের সরদার মুহাম্মদ (صلى الله عليه و سلم) এর উপর এবং তাঁর বংশধরগণের উপর, যেভাবে তুমি বরকত অবতীর্ণ করেছ হযরত ইবরাহীম (عليه السلام) ও তাঁর বংশধরগণের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত ।
আরো পড়ুনঃ •জুমার দিনের আমল ও দোয়া।জুমার দিনের ২৬টি ফজিলত পুর্ন সুন্নত আমল।
দরূদে ইবরাহিম এর ফযিলত:
রাসুলুল্লাহ (صلى الله عليه و سلم) ইরশাদ করেছেন:
যে ব্যক্তি আমার উপর সকালে দশবার সন্ধ্যায় দশবার দরূদ শরীফ পাঠ করলো, কিয়ামতের দিন সে আমার শাফা'য়াত লাভ করবে।”
(তথ্যসূত্র: মাজমুউয যাওয়ায়িদ, ১০ম খন্ড, ১৬৩ পৃষ্ঠা, হাদীস- ১৭০২২)
আর যে রাসুল(صلى الله عليه و سلم) এর শাফায়াত তথা সুপারিশ লাভ করবে, সে অবশ্যইজান্নাতে প্রবেশ করবে।
আরো পড়ুনঃ •নামাযের সকল ওয়াজিব। নামাযের নিয়ম কানুন।
রাসুলুল্লাহ (صلى الله عليه و سلم) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ্ তাআলা তার উপর ১০টি রহমত নাযিল করেন, তার ১০টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার ১০টি মর্যাদা বৃদ্ধি করে দেন।”
(তথ্যসূত্র: মিশকাতুল মাসাবীহ, ১ম খন্ড, ১৮৯ পৃষ্ঠা, হাদীস নং- ৯২২)
সাওয়াব অর্জনের উদ্দেশ্যে অপর কাছের আত্মীয়- সজন, বন্ধু-বান্ধবকে শেয়ার করুন।
আরো পড়ুন জনপ্রিয় পোস্ট গুলো:
•দুরুদ শরিফের ফযিলত, বরকত এবং আমল।
•দরূদে ইবরাহীম বাংলা উচ্চারণ অর্থ ও ফযিলত।
•সায়্যেদুল ইস্তেগফার কখন পড়তে হয়,তাওবা করার সঠিক নিয়ম।
•স্বপ্নে রাসুল(ﷺ)কে দেখার পরীক্ষিত আমল।
•দরূদে শিফা সর্বরোগ মুক্তির দরূদ।
দরূদে ইবরাহিমের ব্যাপারে মানুষ আরো জিজ্ঞাসা করে:
দরুদে ইব্রাহিম
দরুদে ইব্রাহিম বাংলা
দরুদে ইব্রাহিম আরবি
দরুদে ইব্রাহিম এর বাংলা অর্থ
দরুদে ইব্রাহিম এর অর্থ
দরুদে ইব্রাহিম এর ফজিলত
দরুদে ইব্রাহিম কখন পড়তে হয়
দরুদে ইব্রাহিম অডিও
দরুদে ইব্রাহিম সূরা
দরুদে ইব্রাহিম কোন হাদিসে আছে
দরুদে ইব্রাহিম অর্থ
দরুদে ইব্রাহিম ছবি
দরুদে ইব্রাহিম কোন সূরার আয়াত
দরুদে ইব্রাহিম এর ইতিহাস
দরুদে ইব্রাহিম ভিডিও
মানুষ আরো জানতে চায়:
দরুদ শরীফ
দরূদ শরিফ এর ফজিলত
দরূদ শরীফের আমল
দরূদ শরীফের বরকত।
দরূদ শরিফ বাংলা উচ্চারণ ও অর্থসহ
দরূদে নারিয়া
দরূদে তাজ
দরূদে তুনাজ্জিনা
দরূদে শিফা
দরূদে শিফা
দরূদে মাহি
দরূদে মুকাদ্দাস
দরূদে যিয়ারত
দরুদ শরীফ
দরুদ শরীফ বাংলা উচ্চারণ সহ
দরুদ শরীফের ফজিলত
দরুদ অর্থ কি
দরুদ ইব্রাহিম
দরুদ পাঠের ফজিলত
সকল দরুদ শরিফ একসাথে
দরুদ শরীফের ফজিলত pdf
দরুদ বাংলা উচ্চারণ
0 মন্তব্যসমূহ