জীবনে উন্নতি করার দোয়া | জীবনে সুখী হওয়ার দোয়া | সফলতা পাওয়ার দোয়া।

 

জিবনে উন্নতি করার দোয়া



জীবনে উন্নতি করার দোয়াঃ

يَا ذَالْجَلَالِ وَ الْاِكْرَامْ

(ইয়া জালযালালি ওয়াল ইকরাম) সব সময়ের জন্য প্রতিদিন এই পবিত্র ইসেম টি  ৩১৩বার পড়ুন।আপনি আর কোনো আমল করুন আর না করুন।আল্লাহ পাকের দয়ায় আপনি জীবনে সফলতা লাভ করবেন।এটি পরিক্ষিত। আমল সব সময় প্রতিদিন ৩১৩পড়তে হবে।

يَا مَلِكَ الْمُلْكِ

(ইয়া মালিকাল মুলকি) প্রতিদিন ১০০বার বা ৫০০বার পড়ুন।আল্লাহ পাকের দয়ায় জীবনে উন্নতির রাস্তা খুবই সহজ হয়ে চোখে বেশে উঠবে।

আরো পড়ুনঃ 

পাঁচ ওয়াক্ত নামাযের সব দোয়া বাংলায়। 

আইয়্যামে বিজ অর্থ কি? এর রোজার ফযিলত কি? কখন রাখতে হয়।

•দোয়ায়ে কুনুত শিখুন। দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ।

 জীবনে সুখী হওয়ার দোয়াঃ

সুখী হওয়ার কোরবানি দোয়া-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররি-ইয়্যাতিনা কুররাতা আয়াইউনিওঁ ওয়াজয়ালনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থঃ হে আমাদের রব! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যারা নয়ন প্রতিকর হয়। আর আমাদেরকে মুত্তাকীনদের জন্য আদর্শবান কর ।

তথ্যসূত্র: সূরা আল ফুরকান, আয়াত নং ৭৪)

আরো পড়ুনঃ

রিজিক বৃদ্ধির দোয়া ও ধনি হওয়ার খাস আমল।

বদনজরের থেকে বাঁচার আমল ও দোয়া বাংলায়

শস কুফল বা বান জাদু টোনার ৬তালা দোয়া ও আমল।

জীবনে উন্নতি করার দোয়াঃ

জীবনে উন্নতি করার কোরআনি দোয়া-

رب ادجلني مدجل صدق واجرخرجني مخرج صدق واجهل لي من لدنك سلطانا نصيرا 

জীবনে উন্নতি করার দোয়া বাংলা উচ্চারণঃ রাব্বি আদখিলনি মুদখলা সিদকিও ওয়া আখরিযনি মুখরযা সিদকিও ওয়া যাআললি মিল্লাদুংকা সুলত্বানান নাসিরা। 

(তথ্যসূত্র: সূরা বনি ইসরাইল, আয়াত নং- ৮০;)

 বাংলা অর্থঃ হে আমার প্রভু! আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং বের করুন সত্যরূপে। আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য করুন।

আমল: এই আয়াতটি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর নিয়মিত পাঠ করুন।নিজ কাজে মনোগী হোন আল্লাহ পাক আপনাকে জীবনে উন্নতি দান করবেন।

আরো পড়ুনঃ

ছোট ছেলে বাবুর আধুনিক ইসলামিক সুন্দর নাম।

ছোট মেয়ে বাচ্চার ইসলামিক আধুনিক সুন্দর নাম।

জীবনে উন্নতি লাভের দরূদঃ

দরূদে খায়ের জীবনে কল্যান বরকত লাভের জন্য এই দরূদ খুবই উপকারী। 

 اَللَّهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَ نَبِیَنَا وَ شَفِيْعَنَا وَ مَوْلَنَا مُحَمَّدٍ صَلَّی  اللّٰه عَلَيْهِ وَعَلٰى اَلِهِ وَاَصْحَابِهِ وَاَزْوَاجِةِ وَبَارِكْ وَسَلِّمْ 

দরূদে খায়েরের বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা সাল্লি আ'লা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া আ'লা আলিহী ওয়া আসহাবিহী ওয়া আযওয়াজিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।

দরূদে খায়েরের বাংলা অর্থঃ

 হে আল্লাহ! তুমি আমাদের সরদার নবী, সুপারিশকারী ও আমাদের অবিভাবক হযরত মুহাম্মদ (ﷺ) এর উপর রহমত অবতীর্ণ কর এবং তাঁর বংশধর, আসহাবগণ ও তাঁর পূতপবিত্র স্ত্রীগণের উপর তোমার রহমত ও শান্তি অবতীর্ণ কর।

আরো পড়ুনঃ 

৩৩ আয়াত কি? ৩৩আয়াতের আমল ও বরকত।বিপদ থেকে বাঁচার দূর্গ।

আয়াতে কুতুবের ১২ অলৌকিক ফযিলত ও ক্ষমতা।

•আয়াতে মুনজিয়াত বা হিফাজতের শ্রেষ্ঠ ৭টি আয়াত

দরূদে খায়েরের ফজিলতঃ

এই দরূদ শরিফ প্রতিদিন কয়েকবার অথবা প্রতি নামাযের পর একবার করে পড়ুন জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ, শান্তি, বরকত, উন্নতি অল্প সময়ের মধ্যে হাতে চলে আসবে।

দরূদে ফতুহাত জীবনে উন্নতির শ্রেষ্ঠ দরূদ শরিফ। এর আমল ফজিলত পড়ুন।আল্লাহর হুকুমে জীবনে উন্নতি আসবেই। দরূদে ফুতুহাত পড়ুন।

জীবনে উন্নতি করার ৭টি উপায়ঃ

 আল্লাহর ও রাসুলের উপর ভরসা করে কাজে নেমে যান। বাকি নিছের ধাপগুলি অনুসরণ করুণ।

১)সবসময় ভালো কিছু করার চেস্টা করা।এটি আপনার উন্নতি মূল মন্ত্র।কেননা যে চেস্টা করেনা সে পারেনা। অসংখ্য হাদিসে পাক এবং কোরআনুল কারীমের আয়াতে এসেছে মানুষের চেস্টার মধ্যেই সফলতা লুকিয়ে আছে। আরবী ভাষায় একটি প্রবাদ এসেছে, "মান যাদ্দা ওয়া যাদা" অর্থ: "যে চেস্টা করে সে তা পায়"

২)সময়ের অপচয়  না করা।সময় উপচয় উন্নতির প্রধান বাঁধা। 

৩) অলসতাকে সম্পূর্ন দূর করা।এটি ব্যর্থতার প্রধাণ কারণ। 

৪. সমানে সবাইকে খুশি করার চেষ্টাকরা ছেড়ে দিন।

৫. অতীতের কথা চিন্তা করে হতাশ হবেন না। মনে রাখবেন,

কিছু অতীত শিক্ষনীয়।কিছু অতীত উন্নতির প্রতিবন্ধক।

৬)শরীর স্বাস্থের যত্নের প্রতি খেয়াল রাখা। মহান মনীষীদের কথা, স্বাস্থই সকল সুখের মূল।

৭) আল্লাহ পাকের থেকে সাহায্য চান।আপনার কাছের লোকেরাও আপনাকে ধোকা দিতে৷ পারে, কিন্তু আল্লাহ পাক আপনার সামান্যতম কষ্টের প্রতিদান ও দিবেন।

আরো পড়ুনঃ

দুরুদ শরিফের ফযিলত,  বরকত এবং আমল।

দরূদে ইবরাহীম বাংলা উচ্চারণ অর্থ ও ফযিলত। 

সাইয়্যেদুল ইস্তেগফার কখন পড়তে হয়,তাওবা করার সঠিক নিয়ম

দরুদে তাজের ফযিলত ও বরকত। 

স্বপ্নে রাসুল(ﷺ)কে দেখার পরীক্ষিত আমল।

•দরূদে শিফা সর্বরোগ মুক্তির দরূদ। 

•সবচেয়ে ছোট দরূদ শরিফ - ফযিলত অনেক বেশি। 

শ্রেষ্ঠ ফযিলতের ৭টি ছোট দরূদ শরিফ বাংলা।

দরূদে গাউসিয়া বড়পীর আব্দুল কাদের জিলানীর দরূদ শরিফ। 

দরূদে রুইয়াত বা নবিজির যিয়ারত পাওয়ার দরূদ শরিফ। 

দরূদে মাহী- দরূদে মাহীর ফজিলত ও বরকত।

দরূদে তুনাজ্জিনা- বিপদ মুক্তির দরূদ। ফযিলত বরকত বাংলা অর্থ সহ। 

দরূদে ফুতুহাত- উন্নতি লাভের দরূদ শরিফ। রিজিকে বরকত হবে।

•দরূদে নারিয়া- আগুনের মত শক্তিশালী ক্ষমতার দরূদ শরিফ। সম্পূর্ণ বাংলা।

নতুন ঘরে প্রবেশের নিয়ম দোয়া। ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হবার দোয়া

গলার মাছের কাঁটা নামানোর দোয়া ও আমল। গলার কাঁটা নামানোর ঔষধ। 

জীবনে উন্নতি করার দোয়া। জীবনে সুখী হবার দোয়া।

•আয়াতে হিযব বা শত্রুর উপর বিজয় লাভের আমল।


জীবনে উন্নতি করার দোয়া কি?

জীবনে উন্নতি করার দোয়াঃ يَا ذَالْجَلَالِ وَ الْاِكْرَامْ (ইয়া জালযালালি ওয়াল ইকরাম) সব সময়ের জন্য প্রতিদিন এই পবিত্র ইসেম টি ৩১৩বার পড়ুন।আপনি আর কোনো আমল করুন আর না করুন।আল্লাহ পাকের দয়ায় আপনি জীবনে সফলতা লাভ করবেন।এটি পরিক্ষিত। আমল সব সময় প্রতিদিন ৩১৩পড়তে হবে।

জীবনে সুখী হওয়ার দোয়া কি?

জীবনে সুখী ও উন্নতি করার দোয়াঃ يَا مَلِكَ الْمُلْكِ (ইয়া মালিকাল মুলকি) প্রতিদিন ১০০বার বা ৫০০বার পড়ুন।আল্লাহ পাকের দয়ায় জীবনে উন্নতির রাস্তা খুবই সহজ হয়ে চোখে বেশে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ