ঘরে প্রবেশ করার দোয়া বাংলা।
ইসলামের মধ্যে ঘরে প্রবেশ করার সঠিক সুন্নত নিয়ম এবং সুন্নাত দোয়াও রয়েছে।
ঘরে প্রবেশ করার নিয়মঃ
প্রথমে ঘরের দরজায় এসে ঘরের ভিতরে কেউ থাকলে তাকে উচ্চ আওয়াযে সালাম করা। আর ঘরে কেউ না থাকলে রাসুলুল্লাহ(ﷺ)কে সালাম দেয়া। এভাবে সালাম দেয়া। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ(ﷺ)। এর পর সুরা ইখলাস (ক্বুল হুয়াল্লাহু আহাদ) সম্পূর্ণ সুরা পড়া। এর পর ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা।কোথাও থেকে আসলে ঘরের মেয়ে লোকদের জন্য কিছু খাবার বা পোশাকাদি বা ব্যবহারের জন্য নিয়ে আসা।
উপরের আমলটি করলে রিজিকে বরকত হবে,ঘরে ঝগড়া হবে, মিল মুহাব্বত এবং শান্তি হবে,ঘরের সকল বিপদাপদ দূর হবে।
আরো পড়ুনঃ
•রিজিক বৃদ্ধির দোয়া ও ধনি হওয়ার খাস আমল।
•বদনজরের থেকে বাঁচার আমল ও দোয়া বাংলায়
•শস কুফল বা বান জাদু টোনার ৬তালা দোয়া ও আমল।
নতুন ঘরে প্রবেশের নিয়মঃ
নতুন ঘরে ডুকার নিয়মঃ
প্রথমে ঘরে একজন হক্কানী রব্বানী নেককার, রাসুলে সুন্নত ও মুহাব্বত ওয়ালা আলিম সাহেবকে দিয়ে কোরআনে পাকের কিছু আয়াত তিলাওয়াত করা,চার ক্বুল শরীফ পড়া। প্রিয় নবীর উপর দরূদ এবং সালাম প্রেরণ করা, উত্তম রূপে নতুন ঘরে কল্যাণের জন্য দোয়া করা।আমাদের পূর্ব জামানায় মিলাদ শরিফ এবং দোয়ার করিয়ে নতুন ঘরে উঠা হতো, এতে ঘরে অসংখ্য বরকত লাভ হয়,বলা মুসিবত দূর হয়। দু-চারজন মানুষকে কিছু খাবার দাওয়ারের ব্যবস্থা করা। ঘরে মহিলাদের নামাযের জন্য একটা স্থান নির্দিষ্ট করা।কিছু টাকা সদকা করা আখিরাতে জান্নাতের ঘরের জন্য।
ঘরে প্রবেশের দোয়া।
اَللَّهُمَّ إِنِّ اَسْتَلْكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَ بِسْمَ اللَّهِ خَرَجْنَا وَ عَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা, খাইরাল মাওলাযি ওয়া খাইরাল মাখরাযি, বিসমিল্লাহি ওয়ালাযনা, বিসমিল্লাহি খরাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থঃ হে আল্লাহ্! আমি তোমার নিকট প্রবেশ ও বাহিরের স্থান গুলোর কল্যাণ কামনা করছি। আল্লাহ্ তাআলার নাম নিয়ে আমি ভিতরে প্রবেশ করি এবং আল্লাহ্ তাআলার নামে বাহির হই আর আমি আমার প্রতিপালক আল্লাহ্ তাআলার উপর ভরসা করি। (সুনানে আবু দাউদ, ৪র্থ খন্ড, ৪২১ পৃষ্ঠা, হাদীস নং- ৫০৯৬)
আরো পড়ুনঃ
•৩৩ আয়াত কি? ৩৩আয়াতের আমল ও বরকত।বিপদ থেকে বাঁচার দূর্গ।
•আয়াতে কুতুবের ১২ অলৌকিক ফযিলত ও ক্ষমতা।
•আয়াতে মুনজিয়াত বা হিফাজতের শ্রেষ্ঠ ৭টি আয়াত।
• ডেঙু, মেলিরিয়া, টায়পয়েড জ্বরের সর্তকতা ও দোয়া।
ঘর থেকে বের হওয়ার সময়ের দোয়াঃ
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থঃ আল্লাহ্ তাআলার নামে শুরু করছি, আমি আল্লাহ্ তাআলার উপর ভরসা করেছি, গুনাহ থেকে বাঁচার শক্তি এবং নেককাজ করার সামর্থ একমাত্র আল্লাহ্ তাআলার পক্ষ থেকেই । (সুনানে আবু দাউদ, ৪র্থ খন্ড, ৪২০ পৃষ্ঠা, হাদীস নং- ৫০৯৫) এই দোয়া পাঠ করলে অদৃশ্য ফিরিস্তা পাঠকারীকে বলে যে, তুমি এটা এর বরকতে হিদায়ত পেয়েছো, 'তাওয়াক্কালতু আলাল্লাহ' এর ওসীলায় যথেষ্ট বরকত পেয়েছো ও 'লা হাওলা' দ্বারা নিরাপত্তা পেয়েছো । (মিরআতুল মানাযিহ, ৪র্থ খন্ড, ৪৮ পৃষ্ঠা)
বড়পীর আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হবার সময় যদি কোনো গুরুত্বপূর্ন কাজে যেতেন তাহলে এর আগে আয়াতুল কুরসি একবার পড়ে নিজের শরীরে ফুক দিতেন। এতে সকল বিপদ থেকে নিরাপত্তাও নসিব হয় এবং কাজে খুব বরকত হয়।
আরো পড়ুনঃ
ঘরের সবাইকে ডেঙ্গু ভাইরাস থেকে নিরাপদের দোয়া।
•খিজির আলাইহিস সালাম এর দোয়া বা মুসাব্বাতে আশারা।
•মনের আশা পূরনের পরীক্ষিত আমল ও দোয়া বাংলায়।
•দোয়া কাবুল আমল বা দোয়া কবুল হওয়ার দোয়া।
• নাদে আলী দোয়া - নাদে আলী শরীফের আশ্চর্য ফযিলত ও বরকত বাংলায়।
সাওয়াবের নিয়তে আপনার ফেসবুক,হোয়াটস অ্যাপ, ইমু, মেসেঞ্জার,টেলিগ্রাম সহ সকল সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন।
রিজিক বৃদ্ধির দোয়া ও ধনি হওয়ার খাস আমল।
•বদনজরের থেকে বাঁচার আমল ও দোয়া বাংলায়
•শস কুফল বা বান জাদু টোনার ৬তালা দোয়া ও আমল।
•৩৩ আয়াত কি? ৩৩আয়াতের আমল ও বরকত।বিপদ থেকে বাঁচার দূর্গ।
•আয়াতে কুতুবের ১২ অলৌকিক ফযিলত ও ক্ষমতা।
•আয়াতে মুনজিয়াত বা হিফাজতের শ্রেষ্ঠ ৭টি আয়াত।
• ডেঙু, মেলিরিয়া, টায়পয়েড জ্বরের সর্তকতা ও দোয়া।
•ঘরের সবাইকে ডেঙ্গু ভাইরাস থেকে নিরাপদের দোয়া।
•খিজির আলাইহিস সালাম এর দোয়া বা মুসাব্বাতে আশারা।
•মনের আশা পূরনের পরীক্ষিত আমল ও দোয়া বাংলায়।
•দোয়া কাবুল আমল বা দোয়া কবুল হওয়ার দোয়া।
• নাদে আলী দোয়া - নাদে আলী শরীফের আশ্চর্য ফযিলত ও বরকত বাংলায়।
• দুশ্চিন্তা পেরেশানি বিপদাপদ থেকে মুক্তির দোয়া।
•নতুন ঘরে প্রবেশের নিয়ম দোয়া। ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হবার দোয়া।
•গলার মাছের কাঁটা নামানোর দোয়া ও আমল। গলার কাঁটা নামানোর ঔষধ।
0 মন্তব্যসমূহ