দোয়া কুনুত (dua qunoot bangla) দোয়া কুনুত সহজে শিখুন।নামাজের দোয়া কুনুত।
আল্লাহ পাকের পছন্দনীয় অন্যতম ইবাদত হলো নামায। নামায বেহেস্তের চাবি। নামাজের মাধ্য বান্দার দুনিয়া আখিরাতে অসংখ্য কল্যাণ ও মুক্তি রয়েছে। আর ফরজ নামাজের পরেই ওয়াজিব নামাজের স্থান। ওয়াজিব নামাজের মধ্যে অন্যতম সর্বোত্তম নামায হলো সালাতুল বিতর অর্থাৎ বিতরের নামায।
গুরুত্বপূর্ণ আরো পড়ুনঃ
•দরূদে ইবরাহীম বাংলা উচ্চারণ অর্থ ও ফযিলত।
•সাইয়্যেদুল ইস্তেগফার কখন পড়তে হয়,তাওবা করার সঠিক নিয়ম।
•দরুদে তাজের ফযিলত ও বরকত।
•স্বপ্নে রাসুল(ﷺ)কে দেখার পরীক্ষিত আমল।
•দরূদে শিফা সর্বরোগ মুক্তির দরূদ।
•সবচেয়ে ছোট দরূদ শরিফ - ফযিলত অনেক বেশি।
•শ্রেষ্ঠ ফযিলতের ৭টি ছোট দরূদ শরিফ বাংলা।
•দরূদে গাউসিয়া বড়পীর আব্দুল কাদের জিলানীর দরূদ শরিফ।
•দরূদে রুইয়াত বা নবিজির যিয়ারত পাওয়ার দরূদ শরিফ।
•দরূদে মাহী- দরূদে মাহীর ফজিলত ও বরকত।
•দরূদে তুনাজ্জিনা- বিপদ মুক্তির দরূদ। ফযিলত বরকত বাংলা অর্থ সহ।
•দরূদে ফুতুহাত- উন্নতি লাভের দরূদ শরিফ। রিজিকে বরকত হবে।
•দরূদে নারিয়া- আগুনের মত শক্তিশালী ক্ষমতার দরূদ শরিফ। সম্পূর্ণ বাংলা।
দোয়া কুনুত এর হুকুম বিধানঃ(dua qunoot)
হযরত সাইয়্যেদুনা উবাই বিন কা’ব (رَضِيَ اللّٰهًُ عَنْهُ)থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকাত বিতর নামায পড়তেন। প্রথমটিতে তিনি: “সাব্বিহিসমা রব্বিকাল আ'লা অর্থাৎ আপনার প্রভুর নামের মহিমা ঘোষণা করুন, অতি সু-উচ্চ” দ্বিতীয়টিতে: “ক্বুল ইয়া আয়্যুহাল কাফিরুন অর্থাৎ, হে রাসুল(ﷺ) আপনি বলুন, হে অবিশ্বাসীরা!” আর তৃতীয় রাকাতে রুকু করার আগে তিনি দোয়া কুনুত পডতেন, এবং শেষ করার পর বলতেন: সুবহানাল মালিকিল কুদ্দুস (সর্বশক্তিমান মহিমান্বিত মহিমান্বিত) তিনবার, শেষবারের মতো বলতেন।”
(সহীহ সুনানে আন নাসায়ী, হাদিস নং- ১৬৯৯;)
গুরুত্বপূর্ণ আরো পোস্ট পড়ুনঃ
•ছোট ছেলে বাবুর আধুনিক ইসলামিক সুন্দর নাম।
•ছোট মেয়ে বাচ্চার ইসলামিক আধুনিক সুন্দর নাম।
•'আ' দিয়ে বাচাইকরা ছেলেবাবুর ইসলামিক আধুনিক নাম
•বাচাইকরা আনকমন ছেলেদের অর্থসহ ইসলামিক নাম।
•আধুনিক স্টাইলিশ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
বিশ্ববিখ্যাত ইমাম, হাম্বলী মাযহাবের ইমাম এবং হাদিসের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল(رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ) ইমাম মুহাম্মাদ ইবনে ঈসা আত তিরমিজি(رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ) এবং ইমাম আবু দাউদ(رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ)'র বর্ণনা থেকে জানা যায়, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান ইবনে আলী (رَضِيَ اللّٰهًُ عَنْهُما) এই দোয়াটি রাসুলে পাক (ﷺ)'র কাছ থেকে শিখেছিলেন। ইমাম আবু দাউদ(رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ) আরো বলেছেন যখন মুসলমানদের উপর কোন বিপদ অথবা বিপর্যয় আসতো তখন রাসুলুল্লাহ (ﷺ) দোয়া কুনুত(dua qunoot) এর এই দোয়া পড়তেন। "আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা রয়েছে" মুসান্নাফ ইবনে আবী শাইবা
(সুনানে আবু দাউদ, হাদিস নং- ৬৯৬৫;)
নবিজি(ﷺ)এর ১৩বছরের খাদিম, খাদিমুন নাবী হযরত সাইয়্যেদুনা আনাস ইবনে মালিক (رَضِيَ اللّٰهًُ عَنْهُ) বলেছেন: উনাকে কেউ সকালের নামাজে দোয়া কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং উনি বলেছিলেন, “আমরা (বিতর নামাজে) রুকুর আগে এবং (বিপদের সময় ফজরের নামাজে)রুকুর পরে দোয়া কুনুত পাঠ করতাম।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস- ১১৮৩;)
আরো পড়ুন জনপ্রিয় পোস্ট:
•তারাবীহ নামাজের সকল দোয়া, তারাবির মুনাযাত, ও নিয়ম কানুন।
•আওয়াবিনের নামায কাকে বলে,কখন পড়তে হয় এবং ফযিলত বরকত।
•জুমার দিনের আমল ও দোয়া।জুমার দিনের ২৬টি ফজিলত পুর্ন সুন্নত আমল।
•নামাযের সকল ওয়াজিব। নামাযের নিয়ম কানুন।
•পাঁচ ওয়াক্ত নামাযের সব দোয়া বাংলায়।
•আইয়্যামে বিজ অর্থ কি? এর রোজার ফযিলত কি? কখন রাখতে হয়।
•দোয়ায়ে কুনুত শিখুন। দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ।
•দোয়ায়ে মাসুরা শিখুন। দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থসহ।
দোয়া কুনুত এর মাসয়ালা শিখার নিয়ম।
কুনুত বাংলা আরবী(dua qunoot arabic)
اَللّٰهُمَّ إنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلْ عَلَيْكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ وَ نَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتُرُكُ مَنْ يَفْجُرُكَ اَللّٰهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَ وَنَحْفِدُ وَنَرْجُوْا رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقْ
দোয়া কুনুত বাংলাঃ(dua qunut bangla)
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈ'নুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু‘মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু আ'লাইকা ওয়া নুসনী আলাইকাল খইর। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলায়ু’ ওয়া নাতরুকু মাই ইয়াফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ’। ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল্ কুফ্ফারি মুলহিক্ব।
আরো পড়ুনঃ
•গর্ভবতী মায়েদের জন্য দুয়া ও আমল।
•নিঃসন্তান বা সন্তানহীন এর সন্তান লাভের দোয়া ও আমল।
•গর্ভবতী নারীদের কোন মাসে কোন সুরা এবং দোয়া পড়তে হয়।
•মৃত মহিলাদের গোসল দেয়া, কাফন পরানো এবং দাফনের নিয়ম।
•মহিলাদের শুক্রবারের আমল,মহিলাদের জুমার দিনের করণীয় আমল ও ইবাদত।
দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহঃ
হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান এনেছি, তোমারই ওপর ভরসা করি এবং আমার সকল কিছু তোমার দিকে রুজু করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
দোয়া কুনুত না জানলে আপনি কি দোয়া পড়বেন?
হানাফি মাযহাবের মহান ইমাম, শেষ যামানার ইসলামের মাসয়ালা মাসাইল এর জগৎ বিখ্যাত ফিকহী শরয়ী মাসয়ালা মাসাইলের অগাধ পাণ্ডিত্যের ব্যক্তিত্ব, ইমাম আহমেদ রেযা খান () তাঁর বিখ্যাত কিতাবে লিখেছেন,
“দোয়া কুনুত পাঠ করা সুন্নাত (কিন্তু হুকুম ওয়াজিব)। যদি কেউ সেই দোয়াটি না জানেন তাহলে নিচের দোয়াটি পড়তে পারেন।
ربنا آتنا فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار
উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার।
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুনের আযাব হতে আমাদের রক্ষা করো।
আর যদি এই দোয়াও না জানেন তাহলে
أَللّهُمَّ اغْفِرْ لَنَا
অর্থঃ হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন।
দোয়াটি ৩ বার পড়তে পারেন।“
(আল আত্বয়ান নাবাবিয়্যাহ ফি ফাতাওয়ায়ে রযবিয়্যাহ, খন্ড নং-০৭;পৃষ্ঠা নং-৪৮৫;)
আরো পড়ুনঃ
•খতমে খাজেগান এর নিয়ম, ফযিলত, দোয়া বাংলায়।
•খতমে আম্বিয়া খতমে তাহলীল পড়ার নিয়ম ও ফযিলত
•খতমে ইউনুস পড়ার নিয়ম। খতমে ইউনুস পড়ার ফযিলত।
•খতমে জালালী বা জালালী খতমের নিয়ম ফজিলত বরকত।
দোয়া কুনুত পড়তে ভুলে গেলে কি করবে?
যদি কেউ দোয়া কুনুত অথবা কুনুতের তাকবির পড়তে ভুলে যায়, তবে সে নামায শেষে একদিকে সালাম ফিরিয়ে আরেক দিকে সালাম ফিরানোর আগে সাথে সাথে দুটি সিজদা অর্থাৎ সাহু সিজদা দিবে এবং বাকি দুয়া তাশাহুদ,দরুদ শরিফ, এবং দোয়া মাসুরা পড়ে আবার উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।
আবার কেউ দোয়ায়ে কুনুত অথবা দোয়া কুনুতের তাকবির দিতে ভুলে গেলে এভাবেও সাহু সিজদা দিতে পারবে, উভয় দিকে সালাম ফিরাবে এর পর আবার দুটি সিজদায়ে শাহু দিয়ে দোয়া পড়বে সালাম ফিরাবে।
সাওয়াবের নিয়তে শেয়ার করবে ভুলবেন না। আপনার একটা শেয়ার আমাদের পথ চলার উৎসাহ প্রদান করে।
সেরা পোস্ট সমূহ পড়ুনঃ
•রিজিক বৃদ্ধির দোয়া ও ধনি হওয়ার খাস আমল।
•বদনজরের থেকে বাঁচার আমল ও দোয়া বাংলায়
•শস কুফল বা বান জাদু টোনার ৬তালা দোয়া ও আমল।
•৩৩ আয়াত কি? ৩৩আয়াতের আমল ও বরকত।বিপদ থেকে বাঁচার দূর্গ।
•আয়াতে কুতুবের ১২ অলৌকিক ফযিলত ও ক্ষমতা।
•আয়াতে মুনজিয়াত বা হিফাজতের শ্রেষ্ঠ ৭টি আয়াত।
• ডেঙু, মেলিরিয়া, টায়পয়েড জ্বরের সর্তকতা ও দোয়া।
•ঘরের সবাইকে ডেঙ্গু ভাইরাস থেকে নিরাপদের দোয়া।
•খিজির আলাইহিস সালাম এর দোয়া বা মুসাব্বাতে আশারা।
•মনের আশা পূরনের পরীক্ষিত আমল ও দোয়া বাংলায়।
•দোয়া কাবুল আমল বা দোয়া কবুল হওয়ার দোয়া।
• নাদে আলী দোয়া - নাদে আলী শরীফের আশ্চর্য ফযিলত ও বরকত বাংলায়।
• দুশ্চিন্তা পেরেশানি বিপদাপদ থেকে মুক্তির দোয়া।
•নতুন ঘরে প্রবেশের নিয়ম দোয়া। ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হবার দোয়া।
•গলার মাছের কাঁটা নামানোর দোয়া ও আমল। গলার কাঁটা নামানোর ঔষধ।
•জীবনে উন্নতি করার দোয়া। জীবনে সুখী হবার দোয়া।
•আয়াতে হিযব বা শত্রুর উপর বিজয় লাভের আমল।
মানুষ আরো জানতে চায়:
নামাযের দোয়া ও নিয়ম কানুন।
নামাজের পদ্ধতি
সহিহ নামায পড়ার নিয়ম
নামাযের সহীহ নিয়ম
নামাজের দোয়া
দোয়া কুনুত
দোয়া মাসুরা
দরূদে ইবরাহিম
তাশাহুদ আত্তাহিয়াত আত্তাহিয়াতু
নামাজের সানা
রুকু থেকে সোজা হয়ে পড়ার দোয়া
দুই সিজদার মাঝখানের দোয়া
নামাজের প্র্যাক্টিকেল
শুদ্ধ ভাবে নামায শিখা
নামাজের ওয়াক্ত
নামাজ
নামাজের দোয়া
নামাজের সময়
নামাজ কে বলো না কাজ আছে lyrics
নামাজের নিষিদ্ধ সময়
নামাজের সময়সূচী
নামাজের গুরুত্ব ও ফজিলত
নামাজ শিক্ষা
নামাজের ওয়াজিব ১৪ টি
নামাযের নিয়ম
নামাযের ফরজ
নামাযের আহকাম
নামাজের সময়সূচি ঢাকা ২০২৪
0 মন্তব্যসমূহ