তারাবির নামাজের নিয়ম। তারাবি নামাযের দোয়া বাংলা-Tarabi namaz dua bangla তারাবির নামাযের দোয়া নিয়ত নিয়ম কানুন।

tarabi namaz dua bangla


তারাবি নামাযের দোয়া বাংলা-Tarabi namaz dua bangla তারাবির নামাযের নিয়ম কানুন। 


পবিত্র মাহে রমযানের প্রতিটি মুহুর্ত রহমতে ভরপুর। তারাবির নামায একটি পবিত্র ইবাদত। যার ফযিলত অসংখ্য। প্রতিটি মুসলমানের জন্য মধ্য তারাবির নামাজের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর। 


তারাবীর নামাযের আরবী নিয়তঃ

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللّٰهُ اَكْبَرْ


তারাবির নামাযের নিয়ত বাংলা উচ্চারণ: 

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকয়াতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

tarabi namaz niyat bangla


তারাবির নামাজের বাংলা নিয়তঃ

 আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি (জামায়াতে নামায পড়লে, এই  ইমামের পেছনে পড়ছি); আল্লাহু আকবার।

নামাজের নিয়ত আপনি যেভাবে পারেন সেভাবে পড়তে পারবেন, মুখে মুখে অথবা অন্তরে করে নিলেও হবে। নামাজের নিয়ত  আরবিতে পারলে আরবীতে করুন।আর আরবীতে না পারলে বাংলায় নিয়ত করলেও চলবে।

রিজিক বৃদ্ধির দোয়া ও ধনি হওয়ার খাস আমল।

বদনজরের থেকে বাঁচার আমল ও দোয়া বাংলায়

শস কুফল বা বান জাদু টোনার ৬তালা দোয়া ও আমল।

৩৩ আয়াত কি? ৩৩আয়াতের আমল ও বরকত।বিপদ থেকে বাঁচার দূর্গ।

আয়াতে কুতুবের ১২ অলৌকিক ফযিলত ও ক্ষমতা।

•আয়াতে মুনজিয়াত বা হিফাজতের শ্রেষ্ঠ ৭টি আয়াত।

• ডেঙু, মেলিরিয়া, টায়পয়েড জ্বরের সর্তকতা ও দোয়া।

ঘরের সবাইকে ডেঙ্গু ভাইরাস থেকে নিরাপদের দোয়া।

খিজির আলাইহিস সালাম এর দোয়া বা মুসাব্বাতে আশারা।

মনের আশা পূরনের পরীক্ষিত আমল ও দোয়া বাংলায়।

দোয়া কাবুল আমল বা দোয়া কবুল হওয়ার দোয়া।

• নাদে আলী দোয়া - নাদে আলী শরীফের আশ্চর্য ফযিলত ও বরকত বাংলায়।

• দুশ্চিন্তা পেরেশানি বিপদাপদ থেকে মুক্তির দোয়া।

নতুন ঘরে প্রবেশের নিয়ম দোয়া। ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হবার দোয়া

গলার মাছের কাঁটা নামানোর দোয়া ও আমল। গলার কাঁটা নামানোর ঔষধ। 

জীবনে উন্নতি করার দোয়া। জীবনে সুখী হবার দোয়া।

•আয়াতে হিযব বা শত্রুর উপর বিজয় লাভের আমল।

তারাবির নামায পড়ার নিয়মঃ 

এটা মনে রাখবেন, তারাবির নামায দুরাকাত দুরাকায় করে পড়া উত্তম, এক সালামে চার রাকাত পড়লেও হয়ে যাবে।তবে দুই রাকাত করে পড়াই ভালো।

তারাবির নামাজ এভাবে পড়বেন, দু' রাকাত নামায পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এভাবে পরে আরো দু' রাকাত  নামায আদায় করে চার রাকাত পূর্ণ করা। এরপর  একটু বিশ্রাম নেওয়া। এই সময়ে  তাসবিহ পড়া বা কিছু সময় যিকির করা,বিশ্রাম করা উত্তম। অর্থাৎ বিশ্রামের সময় তাসবিহ তাহলিল, দোয়া,দরূদ ও জিকির আযকার পাঠ করা করা। চার রাকাত পূর্ণ হলে চাইলে যিকির আযকার এর স্থলে তারাবির দোয়াটি পাঠ  করা।এরপর আবার দুই  রাকাত করে আলাদা  নিয়তে তারাবির নামায আদায় করা। তারাবির প্রতি চার রাকাত পর তারাবির নামাজের এই দোয়াটি পড়া।

তারাবি নামাজের দোয়া বাংলাঃ

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

তারাবি নামাজের দোয়া বাংলা উচ্চারণঃ

  সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল যাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।

এ দোয়া না জানলে  যে কোনো দোয়াই পড়া যাবে। বা এই চার রাকাতের বিরতিতে যিকির আযকার তাসবিহ তাহলীল পাঠ করতে পারেন।আর মসজিদে এই দোয়া পড়া হলে তো কথাই নেই।এটি পড়ে নিন। এই দোয়াতেও আল্লাহ পাকের উত্তম যিকির রয়েছে।

tarabi namaz dua bangla


তারাবি নামাযের মোনাজাত বাংলাঃ 

اَللَّهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

তারাবি নামাযের মোনাজাত বাংলাঃ 

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান নার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আযিযু, ইয়া গাফফার, ইয়া কারিমু, ইয়া সাত্তার, ইয়া রাহিমু, ইয়া জাব্বার, ইয়া খালিকু, ইয়া বার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। ইয়া মুযিরু, ইয়া মুযিরু, ইয়া মুযির। বি রাহমাতিকা ইয়া আরহামার রহিমিন।

tarabi namaz munajat bangla


সর্বোত্তম হচ্ছে প্রতি ৪(চার) রাকাত পর পর মোনাজাত করা। তারাবি নামাযের মোনাজাতের জন্যও  প্রাচীনকাল থেকেই এই দোয়াটি চলে আসছে। এটি খুবই সুন্দর উচ্চারণ ও অর্থ। এতে আল্লাহ পাকের পবিত্র সিফাত গুলো অতি সুন্দর ভাষায় বর্ণিত হয়েছে।এরপর বিতর নামায পড়ে আবার আলাদা মোনাজাত করা উত্তম। 

একটা কথা খেয়াল রাখা চাই, গোটা  রমজান মাসে   অধিক পরিমাণ কোরআন তিলাওয়াত করা কেননা রমজান মাস কোরআন নাজিলের মাস। এবং অধিক দান সদকা করা এই মাসে আল্লাহ পাক অধিক দান সদকাকে পছন্দ করেন। অধিক পরিমাণ ইসতেগফার করা। কেননা এই মাস গুনাহ মাফের মাস। সুন্নাত এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন।

 اَﻟﻠَّﻬُﻢَّ ﺇﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ اﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ

শবে কদরের দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু 'আন্নি।

তারাবি অর্থ কি?

তারাবিহ এটি আরবী শব্দ এর অর্থ প্রশান্তি লাভ করা। আসলেই তারাবির মাধ্যমে নামাযির প্রশান্তি লাভ হয়। কেননা হাদিস শরিফে রয়েছে নামায প্রিয় নবী(ﷺ) এর চোখের প্রশান্তি।

চিকিৎসা বিজ্ঞানের মতে নামায সর্বোত্তম একটি ব্যায়াম এবং এতে শরিরের গড় আয়ু বাড়িয়ে দেয়।

আর তারাবির নামায যেহেতু প্রতি চার রাকাত পর পর কিছু সময় তাসবিহ, দুয়া, জিকির, ওয়াযিফা, তিলাওয়াত ইত্যাদির মাধ্যমে বিরতি ও বিশ্রাম নেয়া হয় সেহেতু তারাবির অর্থ প্রশান্তি তা সঠিক রয়েছে। আর আখিরাতে অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা যারা এই তারাবির নামায পড়বেন তাদেরকে জান্নাত দান করবেন। সেখানে তো প্রশান্তি আর প্রশান্তি।

তারাবির নামায সুন্নত নাকি নফলঃ

তারাবির নামায সুন্নাতে মুয়াক্কাদা যা ওয়াযিবের কাছাকাছি। এটির গুরুত্ব অপরিশীম। হাদিসে পাকে রয়েছে হযরত  ওমর ফারুকে আযাম তারাবির নামাযের কোরআন খতম, এবং ২০ রাকাত তারাবিহ বাধ্যতামূলক করেছেন। তাই এটি সুন্নতে মুয়াক্কাদায়ে মুবারাকা।

মহিলাদের তারাবির নামায পড়ার নিয়মঃ

মহিলারা তারাবির  নামায ঘরে একে একা পড়বে অর্থাৎ জামায়াত করবেনা। দুই রাকার দুই রাকাত করে তারাবির মোট ২০রাকাত নামায আদায় করবেন। প্রতি চার রাকাতে তারাবির দোয়া এবং মুনাযাত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আর  মহিলাদের নামাজের জামায়াত হযরত ওমর(رَضِيَ اللّٰهًُ عَنْهُ) এর যামানায় বেপর্দা, অশ্লিলতা এবং ইজ্জহানী, এবং নিরাপত্তার কথা বিবেচনা করে নিষেধ করা হয়। আর মহিলারা ঘরে নামায পড়লেও অসংখ্য সাওয়াব অর্জন করতে পারবে এবং সাওয়াবের কমও হবেনা।

তারাবির নামায কখন পড়তে হয়?

তারাবির নামায গোটা রমজান মাসে প্রতিটি রাতেই ইশারের নামায আদায় করে পড়তে হয়। এর সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে৷ ইশারের প্রথমের সুন্নাত আদায় করবে, এরপর ইশারের ফরজ আদায় করবে, এরপর ইশারের সুন্নাত ২রাকাত আদায় করবে, এরপর তারাবির ২০রাকাত নামায আদায় করবে, এরপর বিতরের নামায আদায় করবে, এরপর দুই রাকাত নফল নামায পড়বে। এভাবে তারাবিহ ও ইশার নামায সমাপ্ত করবে। এটা খেয়াল রাখতে হবে রমজানে পুরুষের বিতরের নামায জামাতে পড়তে হয়, এর নিয়ম হলো পুরুষেরা যদি ইশারের নামায জামাতে পড়ে তাহলে বিতরের নামায যামাতে পড়বে। আর ইশা জামাতে না পড়লে বিতর নামায ও জামাতে পড়বে না।

এটিই হচ্ছে রমজানে ইশা এবং তারাবির নামায আদায় করার সঠিক নিয়ম।

আরো পড়ুন: লিংক গুলো 

দরূদ শরিফ 

দুরুদ শরিফের ফযিলত,  বরকত এবং আমল।

দরূদে ইবরাহীম বাংলা উচ্চারণ অর্থ ও ফযিলত। 

সাইয়্যেদুল ইস্তেগফার কখন পড়তে হয়,তাওবা করার সঠিক নিয়ম

দরুদে তাজের ফযিলত ও বরকত। 

স্বপ্নে রাসুল(ﷺ)কে দেখার পরীক্ষিত আমল।

•দরূদে শিফা সর্বরোগ মুক্তির দরূদ। 

•সবচেয়ে ছোট দরূদ শরিফ - ফযিলত অনেক বেশি। 

শ্রেষ্ঠ ফযিলতের ৭টি ছোট দরূদ শরিফ বাংলা।

দরূদে গাউসিয়া বড়পীর আব্দুল কাদের জিলানীর দরূদ শরিফ। 

দরূদে রুইয়াত বা নবিজির যিয়ারত পাওয়ার দরূদ শরিফ। 

দরূদে মাহী- দরূদে মাহীর ফজিলত ও বরকত।

দরূদে তুনাজ্জিনা- বিপদ মুক্তির দরূদ। ফযিলত বরকত বাংলা অর্থ সহ। 

দরূদে ফুতুহাত- উন্নতি লাভের দরূদ শরিফ। রিজিকে বরকত হবে।

•দরূদে নারিয়া- আগুনের মত শক্তিশালী ক্ষমতার দরূদ শরিফ। সম্পূর্ণ বাংলা।

মানুষ আরো জানতে চায়:

নামাযের দোয়া ও নিয়ম কানুন।

নামাজের পদ্ধতি 

সহিহ নামায পড়ার নিয়ম 

নামাযের সহীহ নিয়ম

নামাজের দোয়া 

দোয়া কুনুত 

দোয়া মাসুরা

দরূদে ইবরাহিম 

তাশাহুদ আত্তাহিয়াত আত্তাহিয়াতু 

নামাজের সানা

রুকু থেকে সোজা হয়ে পড়ার দোয়া

দুই সিজদার মাঝখানের দোয়া

নামাজের প্র‍্যাক্টিকেল

শুদ্ধ ভাবে নামায শিখা 

 নামাজের ওয়াক্ত

 নামাজ

 নামাজের দোয়া

নামাজের সময়

নামাজ কে বলো না কাজ আছে lyrics

 নামাজের নিষিদ্ধ সময়

 নামাজের সময়সূচী

 নামাজের গুরুত্ব ও ফজিলত

 নামাজ শিক্ষা

 নামাজের ওয়াজিব ১৪ টি

নামাযের নিয়ম

 নামাযের ফরজ

 নামাযের আহকাম

 নামাজের সময়সূচি ঢাকা ২০২৪

তারাবি নামায কয় রাকাত

তারাবি নামাযের নিয়ম

মহিলাদের তারাবির নামাযের নিয়ম 

তারাবি নামাযের দোয়া

তারাবি নামাযের মোনাজাত 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ